মাদরাসায় ফসল দিলে উশর আদায় হয়?
আমি কালামুদ্দিন মোড়ল। আমার বাড়ি দিনাজপুর। আমাদের এলাকায় যখন ধান, সরিষা, গমসহ অন্যান্য ফসল কাটা হয়, তখন মাদরাসার শিক্ষার্থীরা ফসল সংগ্রহ করতে আসে। সাধারণত এসব ফসল দরিদ্র্য শিক্ষার্থী ও লিল্লাহ বোর্ডিং পরিচালনায় ব্যবহার করা হয়। আমার প্রশ্ন হলো, উশর আদায়ের নিয়তে মাদরাসায় ফসল দিলে কি তা আদায় হবে?
প্রাজ্ঞ আলেমরা বলেন, ফসল কাটার সময় বা মাড়ানোর সময় উশর আদায়ের নিয়তে মাদরাসায় যে ফসল দেওয়া হয় তার মাধ্যমে উশর আদায় হয়ে যায়। তবে ব্যক্তির দায়মুক্তির জন্য উশরের পরিমাণ হিসাব করে নেওয়া আবশ্যক। উশর হলো, ফসলের এক দশমাংশ। অনেকের ভেতর এই প্রবণতা দেখা যায় যে, তারা ফসল ঘরে উঠানোর সময় নিম্নমানের ফসল আলাদা করে রাখে মাদরাসায় দেওয়ার জন্য, এটা নিন্দনীয়। হাদিসে সম্পদের উত্তম অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। (আদ-দুররুল মুখতার : ২/৩৩৯)
আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।