বুধবার ২৮ জানুয়ারি ২০২৬, মাঘ ১৫ ১৪৩২, ০৯ শা'বান ১৪৪৭

আন্তর্জাতিক

মিনিয়াপোলিসে প্রোটোকল লঙ্ঘন?—মিলার

 প্রকাশিত: ১১:২১, ২৮ জানুয়ারি ২০২৬

মিনিয়াপোলিসে প্রোটোকল লঙ্ঘন?—মিলার

মার্কিন ইমিগ্রেশন এজেন্টরা মিনিয়াপোলিসে বিক্ষোভ চলাকালে একজন নার্সকে গুলি করে হত্যা করার আগে প্রাটোকল বা নিয়মনীতি লঙ্ঘন করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার। 

তিনি গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেন বলে জানা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার এএফপি‑কে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে,  ‘হোয়াইট হাউসের ‘স্পষ্ট নির্দেশনা’ ছিল যে, মিনেসোটায় অতিরিক্ত কর্মীদের ‘শুধু গ্রেপ্তারকারী দল এবং বিক্ষোভকারীদের মধ্যে একটি শারীরিক বাধা তৈরি করতে পাঠানো হচ্ছে। কিন্তু তারা সেই নির্দেশনাটি কার্যকরভাবে অনুসরণ করেছিল কিনা তা এখন মূল্যায়ন করা হচ্ছে। 

মিলার বলেন, ‘আমরা মূল্যায়ন করছি কেন সিবিপি (কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন) দল সেই নিয়মনীতি অনুসরণ করেনি।