জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিজয় দিবসে আজহারীর তাৎপর্যপূর্ণ বার্তা
মহান বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার প্রকৃত সার্থকতার মাঝখানে আজও বিস্তীর্ণ এক শূন্যতা রয়ে গেছে। এই শূন্যতা পূরণে প্রয়োজন নিখাদ দেশপ্রেম, সততা, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্য। তিনি বলেন, ৫৪তম বিজয় দিবস হোক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকারের প্রতীক।
পোস্টে তিনি আরও দোয়া করেন— হে আল্লাহ, এই জনপদে তুমি শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি ও নিরাপত্তা দান করো।
এদিকে, মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। মঙ্গলবার সকালেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসছেন।
শহীদদের প্রতি সম্মান জানাতে আসা মানুষের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শিশুদের মাথায় জাতীয় পতাকা আর গালে আঁকা রঙিন আল্পনায় আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বিজয়ের উৎসবমুখর পরিবেশ।