সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

জাতীয়

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বৃদ্ধির সিদ্ধান্ত ইসির

 প্রকাশিত: ২০:৩৩, ৭ ডিসেম্বর ২০২৫

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বৃদ্ধির সিদ্ধান্ত ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০ম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভায় চারজন নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।’

ইসি সানাউল্লাহ জানান, আমরা পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কমিশন সভায় কথা বলেছি। তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, যেসব সহায়তা দেওয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা কার্যক্রম নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি— আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিনই সন্ধ্যায় আমরা জেলা এবং জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে জুম মিটিং করবো। পরবর্তীতে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে একটা ফিজিক্যাল মিটিং হবে।

তিনি জানান, নির্বাচনি তথ্য সংগ্রহের জন্য অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়ে থাকে। সাধারণত ১০ জনের একটা কমিটি করা হয়ে থাকে। আমরা এই কমিটিকে ১৪ জনে উন্নীত করেছি। সেখানে একজন অতিরিক্ত সচিব নেতৃত্বে থাকবেন— ডিজি এনআইডি এবং তাকে রিইনফোর্স করবেন আমাদের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন, আইন শাখার একজন এবং নির্বাচন ব্যবস্থাপনার একজন। পাশাপাশি, আরো ১০ জন এলাকাভিত্তিক থাকবেন, যারা বিভিন্ন ধরনের সমস্যা, প্রশ্নোত্তর ইত্যাদি এলাকাভিত্তিক সমাধান করবেন। এছাড়া, ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি নিয়ে কমিশন সভায় কথা হয়েছে। তিন ধরনের বিচারিক কমিটি মাঠ পর্যায়ে কাজ করে। ইনকোয়ারি কমিটি যেটা শুরু থেকেই কাজ করে ৩০০ আসনে। ৩০০টি কমিটি কাজ করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি— এই কমিটি শুধু ইনকোয়ারি না, তারা চাইলে বিচারও করতে পারবেন। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা থাকবেন, তারা তাদের কাজ করতে পারবেন।

ইসি সানাউল্লাহ জানান, আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় দু’জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। নির্বাচনের পাঁচ দিনে অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন তারা কাজ করবেন।

ইসি সানাউল্লাহ আরো জানান, প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব, সাথে সাথে ৪৮ ঘণ্টা সময় দিয়ে সব ধরনের প্রচার-প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন, এগুলো সরাতে হবে। এগুলো না সরালে নির্বাচনি আচরণবিধির আওতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টাল ভোট : ইসি ইসি সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামীকাল থেকে ছাপানোর কাজ শুরু করছি। পরশুদিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব— যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন থেকে এবং চলবে ১৫ দিনব্যাপী।

তিনি আরো বলেন, আমরা ইনকান্ট্রি পোস্টাল ভোটিংটাকে কার্যকরভাবে প্রতিপালন করতে চাই এবং এটা আইনের মধ্যেও আনা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের এটা দায়িত্বের মধ্যে পড়বে। তারা যেন তাদের অধীনস্থ সবাইকে ভোট দিতে উৎসাহিত করেন।