ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে; যিনি ওই বাসের চালক বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার ভোররাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান জানিয়েছেন।
নিহত জুলহাস মিয়া ওই এলাকার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, “ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কর্মীদের নিয়ে সেখানে যাই।
“আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালানো হলে সিটে একজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়। পরে আমরা তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।”
ওসি রুকনুজ্জামান বলেন, “দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
“কিন্তু মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে সে বাসের চালক।”
ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।