শনিবার ০৮ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শেরপুরে মায়ের পিছু পিছু সড়কে গিয়ে প্রাণ গেল শিশুর

 প্রকাশিত: ১১:০৩, ৮ নভেম্বর ২০২৫

শেরপুরে মায়ের পিছু পিছু সড়কে গিয়ে প্রাণ গেল শিশুর

শেরপুরে ময়লা ডাস্টবিনে ফেলতে বেরিয়েছিলেন এক নারী, তার পিছু পিছু তিন বছরের মেয়েও সড়কে চলে আসে। কিন্তু বিষয়টি টের পাওয়ার আগেই সড়কে দুই গাড়ির মাঝে চাপা পড়ে মারা যায় শিশুটি।

শুক্রবার দুপুরে শেরপুর-শ্রীবরদী সড়কের শেরপুর পৌরসভার নওহাটা বিসিক শিল্পনগরী এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরপুর জেলা এনসিপির সদস্য সচিব নূর ইসলাম।

নিহত আয়রা মনি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে লিখন মিয়ার স্ত্রী মণিমালা নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা বের হন।

এ সময় আয়রা মণিও মায়ের পিছু পিছু রাস্তার পাশে চলে যায়। তখন বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্থানীয়রা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

তবে শিশুটিকে ধাক্কা দেওয়া গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রকৌশলী মো. লিখন বলেন, শুক্রবার রাত ১০টায় শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে আরিয়ামণির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।