বুধবার ০৫ নভেম্বর ২০২৫, কার্তিক ২১ ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

জনসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ পাঁচ ব্যাংক অকার্যকর ঘোষণা, ভেঙে দেওয়া হলো পর্ষদ মূল্যস্ফীতি কমে ৮.১৭%, ৩৯ মাসের সর্বনিম্ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ মৃত্যু মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা পদ ছেড়ে ভোট করবো: অ্যাটর্নি জেনারেল এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম নাসার নজরুল কাঠগড়ায় বসতে চাইলেন টুল ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ল ২৩ দোকান বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি টাইফুন কালমায়েগির তাণ্ডব, ফিলিপিন্সে অর্ধ শতাধিক মৃত্যু

জাতীয়

অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক

 প্রকাশিত: ২০:৩১, ৫ নভেম্বর ২০২৫

অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার আজ এমন একটি দক্ষিণ এশিয়া গড়ে তোলার জন্য এই অঞ্চলের যৌথ সংকল্প পুনর্ব্যক্ত করেছেন, যেখানে কোনো শিশু অপুষ্টিতে ভুগবে না, প্রতিজন নারী সম্মানিত হবে এবং প্রতি ব্যক্তি মর্যাদা ও সমান সুযোগের সঙ্গে বসবাস করবে।

আজ সার্ক সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ থেকে ৬ নভেম্বর কাতারের রাজধানী দোহায় চলমান দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি এবং যুব প্রতিনিধিসহ ৮ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ২০২৫ সালের বিশ্ব সামাজিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।

মহাসচিব সারওয়ার আঞ্চলিক সহযোগিতা ও যৌথ উন্নয়নের মাধ্যমে সামাজিক অগ্রগতির প্রতি সার্কের অব্যাহত প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, ২০৩০ সালের এজেন্ডায় সার্কের কর্মপরিকল্পনা আঞ্চলিক অগ্রাধিকারগুলোকে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে একীভূত করেছে।

সার্ক মহাসচিব আটটি সদস্য রাষ্ট্রের মধ্যে তথ্য ভাগাভাগি, নীতি সংলাপ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সংস্থার বিশেষায়িত কেন্দ্র এবং কর্মীদের অবদানের ওপরও জোর দেন।

তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রমাণভিত্তিক নীতি নির্ধারণ এবং আঞ্চলিক প্রক্রিয়া শক্তিশালী করার ক্ষেত্রে ইউএনডিপি, এফএও, ডাব্লিউএইও, ইউএনএফপিএ, এবং ইউনিসেফ-সহ জাতিসংঘের প্রধান সংস্থাগুলোর সঙ্গে সার্কের সহযোগিতার ওপর জোর দেন।

তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার এক-চতুর্থাংশ মানুষ মানবতার এই দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ। সার্কের মাধ্যমে আমরা এমন একটি অঞ্চল গড়ে তোলার জন্য দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করছি- যেখানে প্রতিটি শিশু পুষ্ট হবে, প্রতিটি কিশোর-কিশোরী ক্ষমতায়িত হবে, প্রতিজন নারীকে সম্মান করা হবে এবং প্রতিজন ব্যক্তি সমতা ও আশা নিয়ে বেঁচে থাকতে পারবে।

শীর্ষ সম্মেলনের ফাঁকে মহাসচিব শিশু ও যুব উন্নয়ন উদ্যোগে বর্ধিত আঞ্চলিক সহযোগিতা অন্বেষণের জন্য ইউনিসেফ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিকের প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।