বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাদি হত্যা: ডিবি পুলিশের অভিযোগপত্রে অসন্তোষ, বাদীর নারাজি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায় হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় কুড়িগ্রামে নিজ বাড়ি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার খেলা বর্জনের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, সাড়া মেলেনি বোর্ড প্রধানের বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

খেলা

খেলা বর্জনের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, সাড়া মেলেনি বোর্ড প্রধানের

 প্রকাশিত: ১৩:৫৫, ১৫ জানুয়ারি ২০২৬

খেলা বর্জনের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, সাড়া মেলেনি বোর্ড প্রধানের

একজন ক্রিকেটার আক্ষেপ নিয়ে বললেন, “খারাপ লাগছে যে, এত কিছু হয়ে যাচ্ছে, বোর্ড সভাপতি আমাদের সঙ্গে একবারের জন্যও দেখা করেননি বা একটি ফোনও করেননি…।” বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজে কিছু না করলেও বোর্ড পরিচালকরা অবশ্য চেষ্টা করে যাচ্ছেন ক্রিকেটারদের মন গলাতে। পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। তবে তার পদত্যাগের দাবিতে অটল ক্রিকেটাররা।

বিপিএলের বৃহস্পতিবারের ম্যাচ দুটি তাই হচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা দুপুর একটায়। কিন্তু ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছে দুপুর ১টাতেই।

সকাল সাড়ে ১১টার মধ্যে টিম বাসগুলি চলে আসার কথা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। কিন্তু দুপুর সোয়া ১২টা পর্যন্ত কোনো বাস আসেনি। ক্রিকেটাররা আছেন হোটেলেই।

কোয়াব সভাপতি মোহাম্মাদ মিঠুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

“রাতে কয়েকজন বোর্ড পরিচালক কথা বলেছেন আমাদের সঙ্গে। কিন্তু আমাদের দাবি পূরণ করার নিশ্চয়তা তারা দিতে পারেননি। আমরা তাই আগের সিদ্ধান্তেই অটল আছি। সংশ্লিষ্ট পরিচালকের পদত্যাগ ছাড়া অন্য কিছু আসলে যথেষ্ট নয়।”

বুধবার গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে একটি হোটেলে বৈঠক করেন বিসিবির কয়েকজন পরিচালক। কোয়াব সভাপতি মিঠুন ছাড়াও নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানসহ বেশ কজন ক্রিকেটার ছিলেন সেখানে। কিন্তু সেই বৈঠকে কোনো সমাধান আসেনি।

বিসিবি বুধবার রাত ৯টায় বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি ক্রিকেটারদের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায়। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে আরেকটি বিবৃতি দিয়ে বোর্ড জানায়, ওই পরিচালককে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া মেনেই ব্যাপারটি সামলানো হবে।

ক্রিকেটারদের সঙ্গে বুধবার রাতের বৈঠকেও প্রক্রিয়া অনুসরণ করার কথা জানান বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান এবং সেই প্রক্রিয়া শেষ করার জন্য সময় চান। কিন্তু সভায় উপস্থিত একটি সূত্র থেকে জানা গেছে, ক্রিকেটারদের পক্ষ থেকে তখন বলা যায়, "আপনারা সব বোর্ড পরিচালক এককাট্টা হয়ে বিসিবি সভাপতি বদলে দিয়েছেন, তাহলে একজন বোর্ড পরিচালকের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারবেন না কেন!"

ওই বৈঠক থেকেই বিপিএল পরিচালকরা বিসিবি সভাপতিকে ফোন করেছিলেন কয়েক দফায়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টা পর্যন্ত বিসিবির সভাপতির কোনো সাড়া পাননি ক্রিকেটাররা।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানও। কয়েক দিন আগে তিনি আলোচনা-সমালোচনার জন্ম দেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' মন্তব্য করে।

এই পরিচালক বুধবার তীব্র ভাষায় আক্রমণ করেন ক্রিকেটারদের। বাংলাদেশ দল যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না যায়, তাহলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্নে তিনি বলেন, "ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।"

আরেকটি প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, "আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ডও পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি! আমরা প্রত্যেকবারই তো বলতে পারি যে, 'তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও...!"

তার এসব বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। রাত সাড়ে ৯টায় অনলাইন সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি জানান, এই পরিচালক পদত্যাগ না করলে তারা সব ধরনের ক্রিকেট বন্ধ রাখবেন।