সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, মাঘ ৬ ১৪৩২, ৩০ রজব ১৪৪৭

ব্রেকিং

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের মিললো দুই পোড়া লাশ গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ হবে: তারেক রহমান ইরানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫০০০ ওসমানী হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা ইসির সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড নিয়ে বিরোধিতা: ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় নেতারা ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান

পর্যটন

ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু আগামী ২৯ জানুয়ারি

 প্রকাশিত: ১৭:৩৫, ৮ জানুয়ারি ২০২৬

ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু আগামী ২৯ জানুয়ারি

আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

এর মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ ফের শুরু হবে। 

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিকভাবে বৃহস্পতি ও শনিবার সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।

প্রস্তাবিত সময়সূচী অনুসারে, ফ্লাইটগুলো স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। 

অন্যদিকে ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে আসবে এবং স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বর্তমানে দু’দেশের মধ্যে ভ্রমণকারীরা মূলত দুবাই বা দোহা ট্রানজিট হয়ে বিভিন্ন সংযোগ ফ্লাইটের ওপর নির্ভর করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরাসরি পরিষেবা পুনরায় চালু হওয়ায় ভ্রমণ সহজ হবে এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদার হবে। পাশপাশি বাণিজ্য, পর্যটন এবং পারিবারিক ভ্রমণ সহজতর হবে বলেও আশা করা হচ্ছে।

বিমান কর্মকর্তারা জানান, রুটটি পুনরায় চালুর জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। এর মাধ্যমে ২০১২ সালের পর প্রথম সরাসরি ঢাকা-করাচি ফ্লাইট চালু হবে।

সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ এবং সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল।

বিমান চলাচল বিশেষজ্ঞরা এই রুটটিকে বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে উল্লেখ করেছেন। তাদের দাবী, সরাসরি বিমান যোগাযোগ অর্থনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরাপত্তা এবং পরিষেবার মানের সর্বোচ্চ মান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ফ্লাইটগুলো আধুনিক বিমান এবং অভিজ্ঞ ক্রু দ্বারা পরিচালিত হবে বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।