সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, মাঘ ৬ ১৪৩২, ৩০ রজব ১৪৪৭

ব্রেকিং

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের মিললো দুই পোড়া লাশ গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ হবে: তারেক রহমান ইরানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫০০০ ওসমানী হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা ইসির সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড নিয়ে বিরোধিতা: ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় নেতারা ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান

পর্যটন

মোংলায় পর্যটকবাহী জাহাজের নিরাপত্তায় যৌথ বাহিনীর অভিযান

 প্রকাশিত: ১৮:০৪, ৫ জানুয়ারি ২০২৬

মোংলায় পর্যটকবাহী জাহাজের নিরাপত্তায় যৌথ বাহিনীর অভিযান

জেলার মোংলায় পর্যটকবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

গতকাল রোববার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্টগার্ড উপকূলবাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১১টায় মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ-পুলিশ, নৌপরিবহন অধিদপ্তর এবং জেলা প্রশাসন বাগেরহাটের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে সুন্দরবনের বিভিন্ন পর্যটন রুটে চলাচলকারী লঞ্চ, ট্যুরিস্ট বোট ও অন্যান্য নৌযানসমূহের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং ক্রুদের দক্ষতা সনদ যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও যাত্রীদের তালিকা সংরক্ষণ এবং নৌযানে নির্ধারিত ধারণক্ষমতা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে যাচাই করা হয়। উক্ত অভিযানে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্ট এর ব্যবস্থা এবং তার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নৌযানের ক্যাপ্টেন, মাস্টার ও ক্রুদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালীন নৌযানে অতিরিক্ত যাত্রী ধারনের জন্য যে সকল অবৈধ কাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। একইসঙ্গে ফিটনেস ও বৈধ লাইসেন্স ব্যতীত কোনো নৌযান চলাচল করতে পারবে না মর্মে সতর্ক করা হয়। এছাড়া প্রদত্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগেরহাট কর্তৃক ফিটনেসবিহীন বোটের মালিকদের জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।