জাকাত বিল অনুমোদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
দ্বীপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুইজ্জু জাকাত বিষয়ক একটি বিল স্বাক্ষর করেছেন। গত ৬ ডিসেম্বর মালদ্বীপের রাষ্ট্রপতি অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এর আগে বিলটি ৩ ডিসেম্বর ২০২৫ সালের তৃতীয় অধিবেশনের ২৮তম বৈঠকে, ২০তম পিপলস মাজলিসে পাস হয়। এই আইনের উদ্দেশ্য হলো, মালদ্বীপে জাকাত ব্যবস্থাকে পরিচালনার জন্য একটি আইনগত কাঠামো তৈরি করা, যাতে ইসলামে নির্ধারিত উদ্দেশ্য পূরণের লক্ষ্যে জাকাতের প্রদান, গ্রহণ ও বণ্টন কার্যকরভাবে সংগঠিত ও নিয়ন্ত্রিত হয়।
এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে জাকাতের অর্থ সুরক্ষিত রাখা, যোগ্য প্রাপকদের মধ্যে বিতরণ করা এবং ইসলামী শরিয়া অনুযায়ী বিনিয়োগের জন্য একটি জাকাত ফান্ড প্রতিষ্ঠা করা হবে।
অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নিয়ম মেনে ফান্ডটি মালদ্বীপ মনেটারি অথরিটিতে একটি আলাদা অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে, যা সরকারি ব্যাংক হিসাব থেকে পৃথক হবে। মালদ্বীপ মনেটারি অথরিটি এই ফান্ডের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। নতুন জাকাত ফান্ড প্রতিষ্ঠার ফলে পূর্বে পাবলিক ফাইন্যান্স অ্যাক্ট (আইন নং ৩/২০০৬) অনুযায়ী গঠিত জাকাত ফান্ডে থাকা সব অর্থ নতুন ফান্ডে স্থানান্তর করা হবে।
ADVERTISEMENT
আইন অনুযায়ী, ইসলামী বিষয়ক মন্ত্রীর পরামর্শের ভিত্তিতে জাকাত সম্পদ সংগ্রহ ও বিতরণসহ জাতীয় জাকাত নীতি রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। রাষ্ট্রপতি একটি জাকাত কাউন্সিলও গঠন করবেন, যা মন্ত্রী ও মালদ্বীপ জাকাত হাউজকে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেবে।
এই আইন কার্যকর হলে, মালদ্বীপ জাকাত হাউজ মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা হিসেবে পুনর্গঠিত হবে। এর পূর্ববর্তী সব দায়িত্ব, সম্পদ, সুবিধা, বাজেট এবং আইন বা চুক্তির অধীনে প্রাপ্ত সব অধিকার নতুন সংস্থায় হস্তান্তর করা হবে। এছাড়া রাষ্ট্রপতির নিয়োগকৃত একটি শরিয়াহ উপদেষ্টা কমিটি জাকাত ব্যবস্থার প্রণয়ন ও বাস্তবায়নে শরিয়াভিত্তিক দিকনির্দেশনা ও তদারকি প্রদান করবে। বিলটি অনুমোদনের পর সরকারী গেজেটে প্রকাশ করা হয়েছে। আইনটি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।