সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি, ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০ ভোট: এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

ইসলাম

জাকাত বিল অনুমোদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

 প্রকাশিত: ১১:০১, ৮ ডিসেম্বর ২০২৫

জাকাত বিল অনুমোদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

দ্বীপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুইজ্জু জাকাত বিষয়ক একটি বিল স্বাক্ষর করেছেন। গত ৬ ডিসেম্বর মালদ্বীপের রাষ্ট্রপতি অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এর আগে বিলটি ৩ ডিসেম্বর ২০২৫ সালের তৃতীয় অধিবেশনের ২৮তম বৈঠকে, ২০তম পিপলস মাজলিসে পাস হয়। এই আইনের উদ্দেশ্য হলো, মালদ্বীপে জাকাত ব্যবস্থাকে পরিচালনার জন্য একটি আইনগত কাঠামো তৈরি করা, যাতে ইসলামে নির্ধারিত উদ্দেশ্য পূরণের লক্ষ্যে জাকাতের প্রদান, গ্রহণ ও বণ্টন কার্যকরভাবে সংগঠিত ও নিয়ন্ত্রিত হয়।

এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে জাকাতের অর্থ সুরক্ষিত রাখা, যোগ্য প্রাপকদের মধ্যে বিতরণ করা এবং ইসলামী শরিয়া অনুযায়ী বিনিয়োগের জন্য একটি জাকাত ফান্ড প্রতিষ্ঠা করা হবে।

অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নিয়ম মেনে ফান্ডটি মালদ্বীপ মনেটারি অথরিটিতে একটি আলাদা অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে, যা সরকারি ব্যাংক হিসাব থেকে পৃথক হবে। মালদ্বীপ মনেটারি অথরিটি এই ফান্ডের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। নতুন জাকাত ফান্ড প্রতিষ্ঠার ফলে পূর্বে পাবলিক ফাইন্যান্স অ্যাক্ট (আইন নং ৩/২০০৬) অনুযায়ী গঠিত জাকাত ফান্ডে থাকা সব অর্থ নতুন ফান্ডে স্থানান্তর করা হবে।

ADVERTISEMENT

আইন অনুযায়ী, ইসলামী বিষয়ক মন্ত্রীর পরামর্শের ভিত্তিতে জাকাত সম্পদ সংগ্রহ ও বিতরণসহ জাতীয় জাকাত নীতি রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। রাষ্ট্রপতি একটি জাকাত কাউন্সিলও গঠন করবেন, যা মন্ত্রী ও মালদ্বীপ জাকাত হাউজকে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেবে।

এই আইন কার্যকর হলে, মালদ্বীপ জাকাত হাউজ মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা হিসেবে পুনর্গঠিত হবে। এর পূর্ববর্তী সব দায়িত্ব, সম্পদ, সুবিধা, বাজেট এবং আইন বা চুক্তির অধীনে প্রাপ্ত সব অধিকার নতুন সংস্থায় হস্তান্তর করা হবে। এছাড়া রাষ্ট্রপতির নিয়োগকৃত একটি শরিয়াহ উপদেষ্টা কমিটি জাকাত ব্যবস্থার প্রণয়ন ও বাস্তবায়নে শরিয়াভিত্তিক দিকনির্দেশনা ও তদারকি প্রদান করবে। বিলটি অনুমোদনের পর সরকারী গেজেটে প্রকাশ করা হয়েছে। আইনটি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।