বারবার ভূমিকম্প: তওবা-ইস্তিগফার ও সম্মিলিত দোয়ার আয়োজন করুন
দুনিয়ার জমিনে যখন পাপাচার বেড়ে যায় তখন ভূকম্পন, ভূমিধস ইত্যাদি একের পর এক আজাব ধেয়ে আসতে থাকে। আজ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একজন সাধারণ মানুষ পর্যন্ত সকলেই কোনো না কোনো নাফরমানিতে লিপ্ত। গতকাল ও আজ পরপর তিনবারের মতো ভূমিকম্প হয়ে যাওয়া প্রমাণ করে যে, দয়াময় আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করছেন ও তওবার সুযোগ দিচ্ছেন। যাতে করে আমরা আমাদেরকে শুধরে নিতে পারি।
শনিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের আমির মাওলানা মাহবুবুর রহমান একথা বলেন।
মাওলানা মাহবুবুর রহমান বলেন, হাদিসের ভাষ্য মতে ভূকম্পন হলো আল্লাহর পক্ষ থেকে আযাব ও সতর্কবার্তা। আল্লাহ চাইলে আমাদেরকেও সমূলে শেষ করে দিতে পারতেন। কিন্তু তিনি আমাদেরকে দয়া করে সুযোগ দিয়েছেন যেন আমরা তওবা করে ক্ষমা চেয়ে নিতে পারি এবং নিজেদেরকে পরিশুদ্ধ করে তুলতে পারি। সুতরাং যদি আমরা এ সুযোগকে কাজে না লাগাই তবে যেকোনো সময় আল্লাহর আজাবে পতিত হয়ে আমাদের ধ্বংস অনিবার্য।
তাই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে দেশের জনগণকে তওবা-ইস্তিগফার করা এবং দেশের প্রতিটি মসজিদ ও মাদরাসাগুলোতে সম্মিলিত দোয়া আয়োজনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান।