মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২০ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি দুটি দল যা বলে সরকার ‘তাই করছে’: মির্জা আব্বাস যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ শাহজালালের ই-গেট খুলে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর: পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ আগামী সপ্তাহে হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত `যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর ফেরারি হলে ভোটে অযোগ্য, আর যা যা পরিবর্তন এল আরপিওতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি মেক্সিকোর মাদক চক্র প্রভাবিত রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

পর্যটন

দুবলার চরে তিন দিনব্যাপী রাসমেলা শুরু

 প্রকাশিত: ১৬:৪৫, ৩ নভেম্বর ২০২৫

দুবলার চরে তিন দিনব্যাপী রাসমেলা শুরু

বাগেরহাট, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দুর্গম এলাকা আলোরকোল, দুবলার চরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা ও রাস পূজা উৎসব আজ সোমবার থেকে শুরু হয়েছে । 

এ উপলক্ষে আজ সকাল ৮টায় বনবিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মোংলার চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে শত শত পুণ্যার্থী স্কটসহ দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন। নিরাপত্তা ব্যবস্থায় স্কট সহযাত্রা এবারই প্রথম।

পুণ্যার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং কেউ যাতে পথিমধ্যে বনাঞ্চলে প্রবেশ করে হরিণ শিকারের সুযোগ না পায় সেজন্য বনবিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে। পূর্ব সুন্দরবন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রাসমেলা, রাস পূজা ও পুণ্যস্নান নির্বিঘ্ন করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত সুন্দরবনে সব প্রকার পর্যটন কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে কোনো পর্যটককে বন এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বনবিভাগের পাশাপাশি কোস্টগার্ডও সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘রাস উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জলদস্যু ও বনদস্যু দমনেও কঠোর অবস্থানে রয়েছে বনবিভাগ ও কোস্টগার্ড।’

এছাড়া দুবলার চরে পরিচ্ছন্নতা অভিযানও অব্যাহত রয়েছে। বনরক্ষীরা গতকাল ও আজ প্লাস্টিক বর্জ্য অপসারণে কাজ করেছেন। পুণ্যার্থীদের প্লাস্টিক দ্রব্য ব্যবহার না করার জন্যও সতর্ক করা হয়েছে।

প্রতিবছর তিথি অনুযায়ী কার্তিকের শেষ বা অগ্রহায়ণের প্রথমার্ধে ভরা পূর্ণিমায় সুন্দরবনের দুবলার চরে এই রাসমেলা অনুষ্ঠিত হয়। ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূজা ও পুন্যস্নানের মাধ্যমে তারা আত্মিক পরিশুদ্ধি ও পরিপূর্ণতা লাভ করেন।