বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

১৫ মে’র মধ্যে শর্তে সম্মতি না দিলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল

 প্রকাশিত: ১৩:১৭, ৬ মার্চ ২০২১

১৫ মে’র মধ্যে শর্তে সম্মতি না দিলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল

আগামী ১৫ মে’র মধ্যে হোয়াটসঅ্যাপ নতুন নীতিতে সম্মতি না জানালে ব্যাবহারকারীদের অ্যাকাউন্টটি  অকেজো হয়ে যাবে। এর ১২০ দিন পর সেই অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপের ‘নতুন নীতিতে সম্মতি জানানোর জন্য অ্যাকসেপ্ট বাটন রয়েছে তাতে ‘ক্লিক’ না করলে ব্যবহারকারীরা কয়েকদিন হোয়াটসঅ্যাপ কল ও নোটিফিকেশন পাবেন। তবে কোন মেসেজ পড়তে ও পাঠাতে পারবেন না।’

সেক্ষেত্রে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের নতুন নীতিতে সম্মতি জানাতে হবে অথবা চ্যাট হিস্ট্রি ডাউনলোড করে অন্য মেসেজিং অ্যাপে ব্যবহার করতে হবে।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, 'নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার নতুন নীতি কার্যকর করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সেই নীতিতে সম্মতি জানানোর জন্য ব্যবহারকারীদের সময় ১৫ মে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না জানান, তাহলে তাকে আর নতুন করে সময় দেওয়া হবে না।'

অনলাইন নিউজ পোর্টাল