বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, পৌষ ২৪ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

ব্রেকিং

অসত্য সংবাদ প্রকাশে আদালত অবমাননার দায় নিতে হবে: সুপ্রিম কোর্ট চুয়াডাঙ্গায় হিমশীতল বাতাসে কাহিল জনজীবন, তাপমাত্রা ৭.৫ ‘সাবেক কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায়’ হাদিকে হত্যা, অভিযোগপত্রে আসামি ১৭ এলপিজির ঘাটতি নেই, কারসাজি আছে: উপদেষ্টা আইপিএল থেকে মুস্তাফিজ বাদ: প্রতিক্রিয়া নিউটনের সূত্রের মত হয়েছে, বললেন অর্থ উপদেষ্টা নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ব্রুকলিনের কুখ্যাত এমডিসি কারাগারে বন্দি মাদুরো দম্পতি আজ প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে মিত্রদের বৈঠক মাদুরো ক্ষমতাচ্যুত, তবু সেনাবাহিনী অনুগত: নির্বাসিত কর্মকর্তারা রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ১০ জেলায় শৈতপ্রবাহ পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৮.৬ ডিগ্রিতে ‘ঐতিহাসিক মুহূর্ত’: লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন আদালতে মাদুরো বললেন—আমি সৎ মানুষ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক

মাস্ক না পরলে কর্মীদের বের করে দেয়ার হুমকি মার্কিন স্পিকারের

 প্রকাশিত: ১৮:২৫, ৩০ জুলাই ২০২০

মাস্ক না পরলে কর্মীদের বের করে দেয়ার হুমকি মার্কিন স্পিকারের

মাস্ক না পরলে আইন প্রণেতা ও কর্মীদের বের করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। জানা যায়, টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য লুই গোমার্ট নিয়মিত মাস্কবিহীন ঘোরাঘুরি করেন। বুধবার তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই স্পিকার পেলোসি এমন নিয়ম ঘোষণা করেন।

ক্যালিফোর্নিয়া অঞ্চল থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় ন্যান্সি পেলোসি বলেন, নিম্নকক্ষের ‘চেম্বারে’ বক্তব্য দেয়ার সময় কেবল মাস্ক খুলতে পারবেন সদস্যরা। অধিবেশনে অংশ নেয়া প্রত্যেককে মাস্ক পরতে হবে। এমনকি সেখানে কর্মরত সব কর্মীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। নিম্নকক্ষে উপস্থিত অন্য সবার স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে মাস্ক পরার নিয়মকে সম্মান করতে হবে বলে জানান তিনি।

পেলোসি আরো বলেন, নিম্নকক্ষের ভেতরে নির্বাচিত সদস্য ও কর্মীদের মাস্ক পরতেই হবে। কেউ যদি মাস্ক না পরেন, তাহলে তিনি নিম্নকক্ষের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, বিষয়টিকে সেভাবেই তিনি দেখবেন।

তিনি বলেন, কংগ্রেসে এরইমধ্যে সাতজন রিপাবলিকান ও তিনজন ডেমোক্র্যাট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মাস্ক পরতে কেউ ব্যর্থ হলে তা গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হবে। সেই অনুযায়ী তাকে কক্ষ থেকে বের করে দেয়ার ক্ষমতা আছে স্পিকারের।

মাস্কবিহীন অবস্থানের জন্য লুই গোমার্টও বেশ আলোচিত-সমালোচিত হয়েছেন। গতকাল বুধবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর টেক্সাস সফরে যাওয়ার কথা ছিল। এর অংশ হিসেবে নিয়মিত নমুনা পরীক্ষা করার পর লুই গোমার্টও পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে মাস্ক একটি বিতর্কের বিষয়। মাস্কবিরোধী হিসেবে এ বিতর্কের কেন্দ্রে রয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনলাইন নিউজ পোর্টাল