মসজিদের মাইকে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুসল্লির মৃত্যু

পিরোজপুরের মসজিদের মাইকে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ শিকাদার (৫৩) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) মাগরিবের আজান দিতে গিয়ে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ফয়সাল মোর্শেদ কিসলু ও নিহতের ভাই আব্দুল হক শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলার গাবগাছিয়া গ্রামের শিকদার বাড়ি পুরাতন জামে মসজিদে বুধবার মাগরিবের নামাজের আজান দিতে যান আব্দুল আজিজ শিকদার। এ সময় মসজিদের মাইক্রোফোন ধরতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইন নিউজ পোর্টাল