বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জন

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে। ফল প্রকাশের পর দুই দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষে এসব রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। ঘটেছে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও।
আট দফা নির্বাচন শেষে গত ২ মে ফলাফল ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রস। ক্ষমতায় যেতে ১৪৮ আসনের দরকার হলেও মমতা ব্যানার্জীর তৃণমূল পেয়েছে ২১০টিরও বেশি আসন। যদি ব্যক্তিগতভাবে হেরে গিয়েছেন মমতা।
বিজেপি জানিয়েছে, তাদের ছয়জন কর্মী তৃণমূলের আক্রমণে মারা গেছে। এই পরিস্থিতিতে কর্মীদের উপর লাগাতার হামলার প্রতিবাদেই বুধবার দেশজুড়ে ধরনার ডাক দিয়েছে তারা।
অন্যদিকে তৃণমূলের দাবি, তাদের চারজন কর্মী মারা গেছেন বিজেপির আক্রমণে।
অনলাইন নিউজ পোর্টাল