মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৪ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নবাব পরিবারের সন্তান পরিচয়ে প্রতারণা, ৬ প্রতারক গ্রেফতার

 প্রকাশিত: ১০:১৭, ৩০ অক্টোবর ২০২০

নবাব পরিবারের সন্তান পরিচয়ে প্রতারণা, ৬ প্রতারক গ্রেফতার

নিজেকে নবাব সলিমুল্লাহর নাতি পরিচয় দিতেন তিনি। তাঁর বাবা নাকি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের চেয়ারম্যান, থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। জন্ম সৌদি আরবে। বেড়ে ওঠেন নিউ ইয়র্কে। ব্যবসা করেন দুবাইতে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মালিকানার বড় অংশীদার তিনি। স্থায়ী বসতি নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। দুবাইয়ে আছে তাঁর সোনার কারখানা। চলতেন সশস্ত্র দেহরক্ষী নিয়ে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আলী হাসান নামধারী এই ব্যক্তি ভয়ংকর প্রতারক। সবই তার ভুয়া পরিচয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা হয়েছে। গত বুধবার পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তদন্তকারী দল।

আটকরা হলেন- নবাব খাজা আলী হাসান আসকারী (৪৮), রাশেদ ওরফে রহমত আলী ওরফে রাজা (৩৪), মীর রাকিব আফসার (২০), সজীব ওরফে মীর রুবেল (৩৩), আহম্মদ আলী (৩৮) ও বরকত আলী ওরফে রানা (৩২)।

মন্ত্রী, সাংসদসহ সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে প্রচার করতেন তিনি। এরপর ফেসবুকে তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন।

এই চক্রটি ১০ কোটি টাকার বেশি প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের প্রধান নবাব খাজা আলী হাসান আসকারী নিজেকে নবাব সলিমুল্লাহ খাঁনের নাতি হিসেবে পরিচয় দেন। পারিবারিক সম্পর্কের সূত্রে গণভবনে তার অবাধ যাতায়াত আছে বলে বিভিন্ন লোকের কাছে প্রচারণা চালাতেন।

 

অনলাইন নিউজ পোর্টাল