মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১১ ১৪৩২, ০৪ জমাদিউস সানি ১৪৪৭

জাতীয়

ঢাকাফেরত যাত্রীদের ভিড়ে দৌলতদিয়ায় ফেরিঘাট

 প্রকাশিত: ১৭:৩৪, ১৮ মে ২০২০

ঢাকাফেরত যাত্রীদের ভিড়ে দৌলতদিয়ায় ফেরিঘাট

যাত্রীদের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আসন্ন ঈদকে সামনে রেখে। ভিড়ের কারণে ফেরিতে নেই তিল ধারনের ঠাঁই।

সোমবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে এমন চিত্র দেখা গেছে। অন্যদিকে ঢাকামুখী যাত্রীদের নদী পারাপারের চাপও ছিল চোখে পড়ার মতো। ঘাটে ফেরির পন্টুনে ছোট গাড়িগুলোর অবাধ যাতায়াতের কারণে প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে আসা যাত্রীদের।
বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌপুলিশের কর্মকর্তাদের দু’একজনকে দেখা গেলেও সেখানে নেই কোনো নিয়ন্ত্রণ।

এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. মুন্নাফ শেখ বলেন, কতক্ষণ অটোরিকশা ও হোন্ডার চালকদের নিয়ন্ত্রণ করব বলেন? এইমাত্র আমি নিজে সেখানকার গাড়িগুলোর নিয়ন্ত্রণ করে অফিসে এলাম।

অনলাইন নিউজ পোর্টাল