বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, আশ্বিন ৩০ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

জাতীয়

টাকা ফিরে পেলে ‘পুলিশকে ৫০০ কোটি টাকা’ দেবেন মুসা

 প্রকাশিত: ২১:৩৯, ১২ অক্টোবর ২০২১

টাকা ফিরে পেলে ‘পুলিশকে ৫০০ কোটি টাকা’ দেবেন মুসা

সুইস ব্যাংকে ৮২ মিলিয়ন ডলার আটকে আছে দাবি করে আলোচিত ধনকুবের মুসা বিন শমসের জানিয়েছেন, এ অর্থ আনতে পারলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দেবেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার সময় মুসা এ ইচ্ছার কথা জানান।

মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবির যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ৮২ মিলিয়ন ডলার প্রসঙ্গে তিনি বলেছেন। তিনি জানিয়েছে, সুইচ ব্যাংকে তার টাকা আটকা আছে। এ টাকা পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দেবেন, দুদককে ২০০ কোটি টাকা দিয়ে ভবন করে দেবেন, দ্বিতীয় পদ্মাসেতু করে দেবেন। এগুলো বলেছেন।

মুসাকে কী জিজ্ঞাসা করেছেন জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার বলেন, উনাকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। কাদের নাইন পাস লোক, তাকে উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন?

হারুন-আর-রশীদ বলেন, উনি (মুসা) বলেছে কাদের তাকে লাভ দেবে। কিন্তু মূল উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন, কাদের মাঝি বড় বড় লোকের সঙ্গে কথা বলেন। কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে। উনি বাবা সোনা ডাকেন। ছেলের চেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক।

ডিবি কর্মকর্তা হারুন বলেন, উনি (মুসা) কী টাইপের মানুষ আমরা বুঝি না। তবে উনার সঙ্গে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির যে সম্পর্ক, এর দায় তিনি এড়াতে পারবেন না।

ডিবি কর্মকর্তা হারুন জানান, মুসা তাদের কাছে দাবি করেছেন, তিনিও প্রতারিত হয়েছেন। উনি (মুসা) নিজে মামলা করবেন।

যুগ্ম কমিশনার হারুন বলেন, আমরা সবকিছু তদন্ত করছি। আমরা যেটা করার দরকার সেটাই করব। উনি মামলা করলে সেটাও আমরা তদন্ত করব।

অনলাইন নিউজ পোর্টাল