বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ২ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ছাত্রাবাসে গণধর্ষণের আসামি অর্জুন ও সাইফুর ৫ দিনের রিমান্ডে

 প্রকাশিত: ১২:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২০

ছাত্রাবাসে গণধর্ষণের আসামি অর্জুন ও সাইফুর ৫ দিনের রিমান্ডে

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলায় প্রধান আসামি সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্করকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমাবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এসি (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী। এর আগে, দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাইফুর ও অর্জুনকে আদালতে নেয়া হয়।

রোববার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার খেয়াঘাট থেকে সাইফুর রহমানকে ও হবিগঞ্জের মাধবপুরের দুর্লভপুর গ্রাম থেকে অর্জুন লস্করকে গ্রেফতার করে পুলিশ। রোববার রাতে একই মামলার আসামি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নিজামপুর গ্রাম থেকে শাহ মো. মাহবুবুর রহমান রনি, নবীগঞ্জ থেকে রবিউল ইসলাম, সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজন ও আইনুলকে গ্রেফতার করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল