বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৫ ১৪৩২, ১৯ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চায় জামায়াত: পরওয়ার তফসিলের পর অনুমোদনহীন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ প্রধান বিচারপতির বাসভবনসহ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: নজরুল ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা ডিসেম্বরে এক লাখ ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের থাই হামলায় কম্বোডিয়ার নিহত বেড়ে ৬ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর লন্ডনযাত্রা স্থগিত, আপাতত ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা রাজশাহীতে এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় আহত, হত্যাচেষ্টার অভিযোগ থানায় টানা ৪ দিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে আফগান সীমান্তের কাছে ‘জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত’ উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ৩০

জাতীয়

কুস্তি খেলায় রাজি না হওয়ায় কিশোরকে আছাড়, হাসপাতালে মৃত্যু

 প্রকাশিত: ২১:৫৩, ২৩ নভেম্বর ২০২০

কুস্তি খেলায় রাজি না হওয়ায় কিশোরকে আছাড়, হাসপাতালে মৃত্যু

সিলেট মহানগরীতে  আছাড় মেরে এক কিশোরকে হত্যার অভিযোগ ওঠেছে। নিহতের নাম লিটন মিয়া (১৪)। তার বাবার নাম শিরণ মিয়া। তারা নগরের পশ্চিম পীরমহল্লা এলাকার বাসিন্দা। গত শনিবার নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য মোতাবেক, গত ২১ নভেম্বর বেলা ১১টার দিকে মো. লিটন মিয়া তার বাড়ির সামনে রাস্তায় দাঁড়ানো ছিল। এ সময় একই এলাকার ১৩৯ নম্বর বাসার কালাম আহমদের ছেলে মো. রাহুল পারভেজ (২০) তাকে কুস্তি খেলার প্রস্তাব দেন। কিন্তু লিটন রাজি না হওয়ায় পারভেজ তাকে ঘাড়ে ধরে ওপরে তুলে আছাড় মারে। পরক্ষণে মাটিতে লুটিয়ে থাকা লিটনকে কিল, ঘুষি ও লাথি মারে পারভেজ। ঘটনাটি প্রত্যক্ষ করে পাশে থাকা তাজিম (১৫) ও আরাফাত (১০)। তারা এগিয়ে গিয়ে লিটনকে রক্ষা করে এবং মাটি থেকে টেনে তুলে দাঁড় করায়।’

বিএম আশরাফ উল্লাহ আরও বলেন, ‘মার খেয়ে লিটন বাসায় চলে যায়। পরদিন বিকেলে তার মায়ের কাছে ঘটনাটি বলে এবং তার ঘাড়ে, মাথায়, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করছে বলেও জানায়। পরে তাকে স্থানীয় ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে খাওয়ান তার মা। কিন্তু রাতে ব্যথা না কমায় আজ সোমবার সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার। সকাল পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।’

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে কী কারণে এই হত্যা, তা জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান বিএম আশরাফ উল্লাহ তাহের।

অনলাইন নিউজ পোর্টাল