বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৭ ১৪৩২, ১১ রজব ১৪৪৭

জাতীয়

দাফনের পর খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার

 প্রকাশিত: ১৭:১১, ৩১ ডিসেম্বর ২০২৫

দাফনের পর খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পর গার্ড অব অনার প্রদান করেছে সশস্ত্র বাহিনী।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটা ৫৫ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ অংশ নেন।

সেখানে তারেক রহমান তার মা খালেদা জিয়ার জন্য দোয়া চান।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, খালেদা জিয়ার পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি, বিদেশি অতিথি, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো লাখো মানুষ অংশ নেন।

জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, কারওয়ান বাজার, আগারগাঁও পর্যন্ত এলাকায় লাখো লাকো মানুষ এ জানাজায় অংশ নেন। এরপর মরদেহ জিয়া উদ্যানে আনা হয়।

এখানে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে দাফনে অংশ নেন।
 
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ সময় সদ্য দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেলে তারেক রহমান তার পাশে ছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।