বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

ইসলাম

উমাইয়া মসজিদে কাবার গিলাফ স্থাপন

 প্রকাশিত: ১০:২২, ১১ ডিসেম্বর ২০২৫

উমাইয়া মসজিদে কাবার গিলাফ স্থাপন

উমাইয়া মসজিদে কাবার গিলাফ স্থাপন-

দামেশকের বিখ্যাত উমাইয়া মসজিদে পবিত্র কাবাঘরের একখণ্ড গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর সোমবার উমাইয়া মসজিদের প্রাঙ্গণে কিসওয়া স্থাপন করা হয়। গত বছরের এই দিনে দীর্ঘ সংঘাতের পর সিরিয়ায় স্বৈরশাসক আসাদের পতন হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গিলাফটি স্থাপন করেন।

তিনি জানান, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাঁকে গিলাফের টুকরোটি উপহার দিয়েছেন। অন্যদিকে খাদিমুল হারামাইন বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান সিরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আল-শারাকে অভিনন্দন জানিয়ে তারবার্তা পাঠিয়েছেন।

বাশার আল আসাদের শাসন থেকে মুক্তির এক বছর পূর্তি উপলক্ষে আহমেদ আল-শারা উমাইয়া মসজিদ পরিদর্শন করেন এবং সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণ দেন। এই সময় তিনি সৌদি আরবে তার প্রথম সরকারি সফর নিয়েও কথা বলেন। এই সফরে তিনি কাবার গিলাফ উপহার পান।

শারা বলেন, আমি এই গিলাফ উমাইয়া মসজিদে স্থাপন করাকেই পছন্দ করেছি। যেন জাতিগুলো একতাবদ্ধ হয় এবং ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন মক্কা থেকে লেভান্ট পর্যন্ত বিস্তৃত হয়। হে সিরিয়ার অধিভাসী! যতদিন আমি আল্লাহর অনুগত থাকব, ততদিন আপনার আমার আনুগত্য করুন। আল্লাহর কসম! এমন কেউ নেই, এমন কোনো বিষয় নেই—চাই তা যতই ক্ষমতাধর হোক আমাদের পথে এসে দাঁড়াবে আর আমাদের পথচলায় বাধা দেবে। আল্লাহর অনুগ্রহে আমরা এক সঙ্গে সব সমস্যার মোকাবেলা করব।

তিনি প্রার্থনা করেন আল্লাহ যেন তার দেশকে রক্ষা করেন, দেশের সেবা ও পুনর্গঠনে তাঁকে সাহায্য করেন, সিরিয়ানদের প্রতি দয়া ও অনুগ্রহ করেন, যাতে তারা সিরিয়ার অতীত ও বর্তমান থেকে উপকৃত হয়ে একটি শক্তিশালী সিরিয়া গঠনে অবদান রাখতে পারে।