সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

খেলা

ফুটবলে প্রথম বিলিয়নিয়ার রোনাল্ডো

 প্রকাশিত: ০৬:৫৭, ১০ অক্টোবর ২০২৫

ফুটবলে প্রথম বিলিয়নিয়ার রোনাল্ডো

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫ (বাসস) : বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় এবার স্থান করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী পর্তুগীজ এই সুপারস্টারের সম্পদের মোট পরিমান ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। 

৪০ বছর বয়সী রোনাল্ডো এ বছরের শুরুতে সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসরর সাথে ৪০০ মিলিয়ন ডলারে চুক্তি নবায়ন করেছেন। এ কারনেই তার সম্পদের পরিমান বৃদ্ধি পেয়েছে। এছাড়া আরমানি ও নাইকির সাথে করমুক্ত চুক্তিও তার সম্পদের পরিমান বৃদ্ধিতে সহায়তা করেছে। 

বহু বছর ধরে রোনাল্ডো ও তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিভিন্ন ক্লাবে প্রায় সম পরিমান বেতন পেয়ে আসছিলেন। ২০২৩ সালে রোনাল্ডো সৌদি পেশাদার লিগে নাম লেখানোর পর থেকে দুজনের বেতনে বিশাল পার্থক্য চোখে পড়ে। 

ব্লুমবার্গ ইনডেক্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনাল্ডো বেতন বাবদ ৫৫০ মিলিয়ন কোটি ডলারের বেশি আয় করেছেন। তার আয়কে চুক্তি ও স্পনসরশিপভিত্তিক ভাবে বিশ্লেষন করা হয়েছে, যার মধ্যে আছে নাইকির সঙ্গে এক দশকব্যাপী চুক্তি। নাইকির সঙ্গে রোনাল্ডোর চুক্তির বার্ষিক মূল্য প্রায় ১৮ মিলিয়ন ডলার। 

এছাড়া আরমানি, ক্যাস্ট্রল ও অন্যান্য বড় কিছু ব্র্যান্ডের সাথে সব মিলিয়ে ১৭৫ মিলিয়ন ডলারের পার্টনারশীপ রয়েছে রোনাল্ডোর। 

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আলুনাসরে যোগ দেওয়ার পরই তিনি ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়ে ওঠেন। সৌদি ক্লাবটিতে তার বার্ষিক বেতন প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৭.৫ মিলিয়ন ডলার)। সঙ্গে রয়েছে বোনাস ও ক্লাবের ১৫ শতাংশ শেয়ারও।