রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও “দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী” ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি বিটিআরসির সামনের সড়ক অবরোধ করলেন মোবাইল ব্যবসায়ীরা পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সুদানে ‘নৃশংসতা ঢাকার চেষ্টার’ মধ্যে মিলিশিয়া হামলা, নিহত ১১৪ মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

জাতীয়

রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা

 প্রকাশিত: ১৪:৪৯, ৭ ডিসেম্বর ২০২৫

রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একজন মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, কুর্শা রাহিমাপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের তাদের বাড়ি থেকে রোববার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তার বয়স ৭৫ বছর। তার স্ত্রী সুবর্ণা রায়ের বয়স ৬০ বছর।

ঘটনাস্থলে থাকা তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের আব্হ্বায়ক উপন চন্দ্র রায় বলেন, শনিবার গভীর রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।

“যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার সম্মানিত শিক্ষক ও মুক্তিযোদ্ধা।”

রোববার ভোরে ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশী দীপক মই লাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। রান্নাঘরে সুর্বণা রায়ের এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন।

প্রতিবেশীদের ভাষ্য, ওই বাড়িতে যোগেশ দম্পতি ছাড়া আর কেউ থাকতেন না। তাদের দুই ছেলে পুলিশে কর্মরত।

কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা স্পষ্ট নয়। পুলিশ ছাড়াও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।