রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও “দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী” ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি বিটিআরসির সামনের সড়ক অবরোধ করলেন মোবাইল ব্যবসায়ীরা পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সুদানে ‘নৃশংসতা ঢাকার চেষ্টার’ মধ্যে মিলিশিয়া হামলা, নিহত ১১৪ মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক

“দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী”

 প্রকাশিত: ১৪:১৩, ৭ ডিসেম্বর ২০২৫

“দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী”

ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে হামলায় বেঁচে যাওয়াদের লক্ষ্য করে চালানো দ্বিতীয় হামলার ভিডিও পেন্টাগন প্রকাশ করবে কি-না, তা শনিবার বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই সপ্তাহের শুরুতে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে হেগসেথের অধীনে একজন মার্কিন অ্যাডমিরাল বেঁচে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘দ্বিতীয় বার’ হামলার নির্দেশ দিয়েছিলেন। 

এই হামলার প্রতিবেদনে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ উঠে এসেছে। 

গত সেপ্টেম্বরের শুরুতে দুটি হামলায় মোট ১১ জন নিহত হয়েছেন, যা এক মাস ধরে চলা সামরিক অভিযানের মধ্যে প্রথম, যেখানে এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

প্রথম হামলার ভিডিও প্রকাশ করা হলেও, বেঁচে যাওয়াদের ওপর পরবর্তী হামলার ভিডিও প্রকাশ করার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরি হয়েছে।

হেগসেথ ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত একটি প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের পরে এক প্রশ্নোত্তর পর্বে বলেন, ‘আমরা এখনই এটি পর্যালোচনা করছি।’

পেন্টাগনের প্রধানকে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে, ভিডিওটি প্রকাশ হবে কি-না।
 
কিন্তু হেগসেথ এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দেননি। তিনি প্রশ্নটিকে অনেকটা এড়িয়েই গেছেন।

তিনি বলেন, ‘আমরা প্রক্রিয়াটি পর্যালোচনা করছি এবং আমরা দেখব’। 

হেগসেথ আরও বলেন, ‘আমরা যে কোনো কিছু প্রকাশ করার সিদ্ধান্ত নিলে, তা খুব দায়িত্বশীলভাবে পর্যালোচনা করতে হবে।’

তিনি জোর দিয়ে বলেন যে কথিত মাদক পাচারকারী নৌযান এবং তাদের ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে।