সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

জাতীয়

রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা

 প্রকাশিত: ১৮:২২, ৭ ডিসেম্বর ২০২৫

রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা

রোজা ও পূজাকে মুদ্রার ‘এপিঠ-ওপিঠ’ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য রিদওয়ান হোসেন রবিন রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলা করেন। আবেদনে ‘ডিএসএন’ নামে একটি ইউটিউব চ্যানেলকেও বিবাদী করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি নাজমুল তালুকদার বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখে। এরপর বিকালে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয়।

জামায়াত নেতা শিশির মনির ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী।

মামলার অভিযোগে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলমান। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি স্পর্শকাতর বিষয়। মুসলমানদের বিশ্বাস, আল্লাহর কোন আকার নেই।

“সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন। যার পুরষ্কার আল্লাহ নিজের হাতে দেবেন। আর সাম্প্রাদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনই একত্রে উদাহরণ হিসাবেও ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না। বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে।”

অভিযোগে বলা হয়, শিশির মনির যে মন্তব্য করেছেন, তা ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’ প্রচার করেছে।

“শিশির মনির ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবে মন্তব্য করেন, যা দেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।”