খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে ফের হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
রুমন জানান, ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। রাতে তিনি পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।
বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতেই বেগম খালেদা জিয়ার পাশেই রয়েছেন।
গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে, যার সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানও।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কাজে সরাসরি সম্পৃক্ত থেকে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন জুবাইদা রহমান। রবিবার বেলা ১২টায় শুরু হওয়া মেডিকেল বোর্ডের বৈঠকেও তিনি অংশ নিয়েছেন।
এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও সভাগুলোতে অংশ নিচ্ছেন।
এদিকে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে মেডিকেল বোর্ড জানিয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থা এখনো বিমান ভ্রমণের জন্য উপযোগী হয়নি।