সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

 প্রকাশিত: ১৮:০৯, ৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে ফের হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

রুমন জানান, ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। রাতে তিনি পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। 

বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতেই বেগম খালেদা জিয়ার পাশেই রয়েছেন।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে, যার সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানও।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কাজে সরাসরি সম্পৃক্ত থেকে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন জুবাইদা রহমান। রবিবার বেলা ১২টায় শুরু হওয়া মেডিকেল বোর্ডের বৈঠকেও তিনি অংশ নিয়েছেন।

এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও সভাগুলোতে অংশ নিচ্ছেন।

এদিকে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে মেডিকেল বোর্ড জানিয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থা এখনো বিমান ভ্রমণের জন্য উপযোগী হয়নি।