রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও “দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী” ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি বিটিআরসির সামনের সড়ক অবরোধ করলেন মোবাইল ব্যবসায়ীরা পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সুদানে ‘নৃশংসতা ঢাকার চেষ্টার’ মধ্যে মিলিশিয়া হামলা, নিহত ১১৪ মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

জাতীয়

কবরস্থানে কাগজে মোড়ানো প্যাকেটে মিলল ৬ আগ্নেয়াস্ত্র

 আপডেট: ১৪:৫৭, ৭ ডিসেম্বর ২০২৫

কবরস্থানে কাগজে মোড়ানো প্যাকেটে মিলল ৬ আগ্নেয়াস্ত্র

নোয়াখালী-লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকায় একটি কবরস্থান থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

রোববার সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান।

চন্দ্রগঞ্জ থানা থেকে পাওয়া তথ্য বলছে, গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ছয়টি প্যাকেটে উদ্ধার করা হয়।

প্যাকেটে পাঁচটি রাইফেল ও একটি এলজি ছিল। এসব আগ্নেয়াস্ত্র ‘সম্পূর্ণ নতুন’।

ওসি ফয়জুল আজিম নোমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নোয়াখালী-লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অস্ত্রগুলো জব্দ দেখানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অস্ত্র কার তা জানা যায়নি। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।