রোববার ২৫ জানুয়ারি ২০২৬, মাঘ ১২ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

রাজনীতি

ভোর থেকে পলোগ্রাউন্ডে জড়ো হচ্ছে মানুষ

 প্রকাশিত: ১১:৩৭, ২৫ জানুয়ারি ২০২৬

ভোর থেকে পলোগ্রাউন্ডে জড়ো হচ্ছে মানুষ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে ভোর থেকে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছে লোকজন।

রোববার সকাল সাড়ে ১১টায় বিএনপির সমাবেশস্থলে আসার কথা রয়েছে। তার আগে ভোর থেকে লোকজন এসে জড়ো হতে শুরু করে সমাবেশস্থলে। হকাররা এসেছেন পতাকা, ব্যাজ আর মাফলার নিয়ে।

দীর্ঘ দুই দশকের বেশি সময় পরে চট্টগ্রামে আসছেন তারেক রহমান। তাকে দেখতে ফজরের নামাজ পড়ে পলোগ্রাউন্ডে এসেছেন নুরুল হক নামের এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “তারেক রহমান দেশে আসার পর নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ লোকজনও খুশি। আশা করি, তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তিনি তার পরিকল্পনা জানাবেন।”

কক্সবাজারের চকরিয়া থেকে এসেছেন নুরুল আবসার নামের একজন।

তিনি বলেন, “১৭ বছর পর লিডার দেশে এসেছেন। তাকে দেখতেই মূলত সকালে মাঠে চলে আসছি।”

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন দেশের মাটিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, “আই হ্যাভ আ প্ল্যান।”

দেশে ফেরার ঠিক একমাস পর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন তিনি। তাই চট্টগ্রামের বিএনপি নেতারা আশা করছেন, তাদের দলীয় প্রধান চট্টগ্রামবাসীকে তার সেই ‘প্ল্যান’ শোনাবেন।

২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে আসছেন তিনি।

২৫ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এ মাঠে তার মা খালেদা জিয়ার জনসভা হয়েছিল।