বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন `সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রথম সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা চার দিন ভারী বৃষ্টি হতে পারে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে হারিকেন মেলিসা ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের অভিযানে নিহত ৬৪ আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান, কাবুলকে কড়া হুঁশিয়ারি

রাজনীতি

আজ নেদারল্যান্ডসে ডানপন্থার শক্তি যাচাইয়ে ভোট হচ্ছে

 প্রকাশিত: ১৫:৫৭, ২৯ অক্টোবর ২০২৫

আজ নেদারল্যান্ডসে ডানপন্থার শক্তি যাচাইয়ে ভোট হচ্ছে

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউরোপজুড়ে ক্রমবর্ধমান ডানপন্থী উত্থানের প্রেক্ষাপটে, নেদারল্যান্ডসের জনগণ আজ বুধবার একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিচ্ছে। যা এই প্রবণতার শক্তি পরিমাপের এক ধরনের পরীক্ষায় পরিণত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে যে, অভিবাসনবিরোধী ও ইসলামবিরোধী নেতা গিয়ার্ট ওয়াইল্ডার্স তাঁর দক্ষিণপন্থী ফ্রিডম পার্টি (পিভিভি) নিয়ে দুই বছর আগের বিস্ময়কর নির্বাচনী সাফল্য পুনরাবৃত্তি করতে চলেছেন।

তবে ভোটের ফলাফল এখনো অনিশ্চিত। কারণ, ভোটারদের প্রায় অর্ধেকই সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে আরও তিনটি দল ভোটে ব্যবধান কমিয়ে এনেছে।

লিডেন বিশ্ববিদ্যালয়ের ডাচ রাজনীতি বিভাগের অধ্যাপক সারা দে ল্যাঞ্জে এএফপিকে বলেন, ‘বর্তমানে বলা অসম্ভব কে এই নির্বাচনে জিতবে। কারণ, চারটি দলই কার্যত প্রথম স্থানের জন্য সমান অবস্থানে আছে।’

তিনি আরও বলেন, ৫০ শতাংশেরও বেশি ডাচ ভোটার এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে। তিনি বলেন, তবে একটি বিষয় প্রায় নিশ্চিত: যে কোনো ফলেই ওয়াইল্ডার্স  প্রধানমন্ত্রী হতে পারবেন না।

অভিবাসন ইস্যুতে তীব্র মতবিরোধের কারণে আগের সরকার ভেঙে দিয়ে ওয়াইল্ডার্স এই আগাম নির্বাচনের সূচনা করেন। তাঁর দল পিভিভি-কে চারদলীয় জোট থেকে প্রত্যাহার করে নেয়।

মূলধারার সমস্ত দল তার সাথে আবারও অংশীদারিত্বের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে। কেউ তাঁকে বিশ্বাস করছে না, আবার কেউ তাঁর মতাদর্শকে অগ্রহণযোগ্য মনে করছে।

নেদারল্যান্ডসের বিচ্ছিন্ন রাজনৈতিক কাঠামোর কারণে কোনো দলই এককভাবে ৭৬টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তাই সমঝোতা ও জোট গঠন অপরিহার্য।

এএফপিকে এক নির্বাচনী সাক্ষাৎকারে ওয়াইল্ডার্স বলেন, ‘আমাদের জাতির ভবিষ্যৎ ঝুঁকির মুখে।’ 

ওয়াইল্ডার্স, যিনি কখনও কখনও ‘ডাচ ট্রাম্প’ নামে পরিচিত, বলেন ‘ইউরোপে ব্যাপক অভিবাসন, সাংস্কৃতিক পরিবর্তন এবং যেসব মানুষ আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে মানানসই নয় তাদের আগমনে ক্লান্ত হয়ে পড়েছে।’