গাজায় ইসরাইলের হামলায় ২২ শিশুসহ নিহত ৫০
গাজার সিভিল ডিফেন্স সংস্থা বুধবার জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজা ভূ খণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। যার মধ্যে ২২ জনই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০০ জন।
গাজা সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, গত রাত থেকে গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলার অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে কিছু নারী ও শিশু রয়েছেন।
তিনি আরও জানান, হামলার বিষয়টি ‘যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট ও প্রকাশ্য লঙ্ঘন’।
গাজার পরিস্থিতিকে ‘ধ্বংসাত্মক ও ভয়াবহ’ বলেও বর্ণনা করেছেন বাসাল ।