বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে হারিকেন মেলিসা ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১ ঐকমত্য কমিশন নিষ্কৃতি পেতেই কিছু সুপারিশ দিয়েছে: সালাহউদ্দিন নভেম্বরে গণভোট, আরপিও আর সংশোধন নয়: ইসিকে জামায়াত ‘জাতীয় নির্বাচনের দিন বা আগে’ গণভোট করার সুপারিশ ঐকমত্য কমিশনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ বন্ধে মাউশির চিঠি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা

রাজনীতি

খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ`র গণসংযোগ

 প্রকাশিত: ০৮:৪৫, ২৯ অক্টোবর ২০২৫

খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ`র গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ভোটারদের সাথে আলোচনা, মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ২৪ ও সোনাডাঙ্গা থানার ১৮ নং ওয়ার্ডের ২ নং নম্বর কাশেম নগর, শেরেবাংলা রোড, গল্লামারী তৎসংলগ্ন এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন।

জনগণের সাথে কুশল বিনিময়কালে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, 'দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।' তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন, গণসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, আলহাজ্ব নজরুল ইসলাম, জিএম মুরাদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোঃ লাবলু, আব্দুর রাজ্জাক, মোঃ তাহের আলী, মোঃ কিবরিয়া, মোঃ রুস্তম আলী, মোঃ জাহিদ সরদার, মোঃ আল আমিন, মোঃ আবু হানিফ, মোঃ মোত্তালিব, মোঃ হেদায়েত, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শহিদুল গাজী, এস এম গিয়াস উদ্দিন, মোঃ সাইদুল, মোঃ আব্দুল হালিম, মোঃ মাশরাফি, শাহরিয়ার নাফিস, নুরুল করিম, মিরাজুল ইসলাম, মোঃ শেখ মাশরাফি সহস্থানীয় নেতৃবৃন্দ।