বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন `সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রথম সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা চার দিন ভারী বৃষ্টি হতে পারে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে হারিকেন মেলিসা ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের অভিযানে নিহত ৬৪ আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান, কাবুলকে কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক

তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প

 প্রকাশিত: ১৩:০৭, ২৯ অক্টোবর ২০২৫

তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তার আর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ‘অনুমতি নেই’।

তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের এই নির্ধারিত সীমা মেনে নিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প ও তার সমর্থকরা বারবার ৭৯ বছর বয়সী এই ব্যক্তির ২০২৮ সালের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিষয়টি তার শত্রুদের কাছ থেকে উদ্বেগ ও সমর্থকদের কাছ থেকে উল্লাস পেয়েছে।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বলেন, ‘আমার কাছে আমার সর্বোচ্চ জরিপের সংখ্যা রয়েছে এবং আপনারা জানেন যে আমি যা পড়েছি, তার ওপর ভিত্তি করে আমার আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোন অনুমতি নেই। তাই দেখা যাক কী হয়। তবে এটা (তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা) খুবই খারাপ।’

মার্কিন সংবিধান প্রেসিডেন্টদের দুই মেয়াদে সীমাবদ্ধ করেছে এবং ট্রাম্প জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত তার প্রথম মেয়াদ পালনকারী ট্রাম্প প্রায়শই উল্লেখ করেন যে সাংবিধানিক বিধিনিষেধ সত্ত্বেও তার সমর্থকরা তাকে তার বর্তমান মেয়াদের বাইরেও শাসন করার আহ্বান জানিয়েছেন।

রিয়েলিটি টিভির সাবেক এক তারকা সম্প্রতি ওভাল অফিসের একটি ডেস্কে ‘ট্রাম্প ২০২৮’ স্লোগান লেখা লাল টুপি প্রদর্শন করেছেন।

তবে ট্রাম্প এও বলেছেন, ‘আমাদের অনেক মহান মানুষ আছেন।’