বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন `সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রথম সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা চার দিন ভারী বৃষ্টি হতে পারে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে হারিকেন মেলিসা ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের অভিযানে নিহত ৬৪ আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান, কাবুলকে কড়া হুঁশিয়ারি

শিশু

সুনামগঞ্জে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

 প্রকাশিত: ১৫:৫০, ২৯ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে সুনামগঞ্জে প্রথমবারের মতো চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগ আজ বুধবার সকাল ১০টায় জেলার ৩০৪টি সেন্টারে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জহ জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলা সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে আছে। জেলায় প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার ৫.৯৫ শতাংশ। তাই শিক্ষা ব্যবস্থাকে উন্নতির লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। ইতোমধ্যে শান্তিগঞ্জ উপজেলায় পাইলট ভিত্তিতে এ মডেল বাস্তবায়িত হয়েছে এবং প্রাপ্ত ফলাফল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন সংযোজন হয়েছে।

তিনি বলেন, সমগ্র জেলায় এ ধারণা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা প্রশানের উদ্যোগে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় শিশু শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহন করেছে। আর এতে অভিভাবক এবং শিক্ষকরাও আনন্দিত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় জেলার ৩০৪টি সেন্টারে একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১২ উপজেলার চতুর্থ শ্রেণিতে ৪১ হাজার ১৬৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৫ হাজার ৩২১ জনসহ মোট ৭৬ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। 

এ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে চার সদস্য বিশিষ্ট কমিটির লোকজন তদারকি করেন। উপজেলা ট্যাগ অফিসাররাও সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন। 

সকাল থেকে জেলা ও উপজেলায় অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেরিন সুলতানা। 

সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আ খ ম ফারুক আহমদ বলেন, জেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। পরীক্ষার উপস্থিতিও ভালো। 

সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরীক্ষায় নিয়োজিত মনিটরিং অফিসার বি এম মুশফিকুর রহমান বলেন পরীক্ষা সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাহিরে অভিভাবকরা আসছেন ভালোই লাগছে।