বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে হারিকেন মেলিসা ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১ ঐকমত্য কমিশন নিষ্কৃতি পেতেই কিছু সুপারিশ দিয়েছে: সালাহউদ্দিন নভেম্বরে গণভোট, আরপিও আর সংশোধন নয়: ইসিকে জামায়াত ‘জাতীয় নির্বাচনের দিন বা আগে’ গণভোট করার সুপারিশ ঐকমত্য কমিশনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ বন্ধে মাউশির চিঠি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা

শিক্ষা

হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

 প্রকাশিত: ০৮:৫০, ২৯ অক্টোবর ২০২৫

হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

আল্লাহর মেহমান হাজিদের সুষ্ঠু ও সুন্দরভাবে পবিত্র হজ পালনে রাজকীয় সৌদি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। হাজিদের ভালো সার্ভিস দিতে সৌদি সরকার প্রতিশ্রতিবদ্ধ। আমরাও হাজিদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় মিনায় জায়গার পরিমাণ ৫ শতাংশ বৃদ্ধি এবং লোকবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর শেরাটন হোটেলে সৌদি আরবের হজি ও উমরা সার্ভিস কোম্পানি বিনা ইন্টারন্যাশনাল এবং সৌদি হজ মাশায়ের কোম্পানি ‘ইওসার আল মাশায়ের’-এর যৌথ উদ্যোগে হজ ব্যবস্থাপনা ২০২৬ শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইওসার আল মাশায়ের কোম্পানির চেয়ারম্যান শায়ের এ মাত্তার এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহতায়ালা আমাদেরকে হাজিদের সেবা দেওয়ার সুযোগ দিয়েছেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। এটা মাথায় রেখে আমরা হাজিদের সেবা দিতে সচেষ্ট। হাজিদের সেবাকে শুধু ব্যবসা মনে করি না।

বীনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইওসার আল মাশায়ের কোম্পানির বোর্ড সদস্য ওয়ালিদ আবদুল্লাহ মুক্তার।

অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সহ-সভাপতি ও দি সিটি ট্রাভেলসের ব্যবস্থাপনা অংশীদার হাফেজ মাওলানা নূর মোহাম্মদ প্রধান অতিথি শায়ের এ মাত্তারকে মানপত্র প্রদান করেন।

আটাবের সাবেক নেতা নুরুল আলম শাহীনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এয়ার ট্রিপের স্বত্বাধিকারী আবুল খায়ের, আবাবিল হজ গ্রপের চেয়ারম্যান আবু ইউসুফ, হাবের সাবেক ইসি সদস্য মুফতি মোস্তাফিজুর রহমান, হাবের সাবেক নেতা মাওলানা কুতুব উদ্দিন, হাফেজ মোজাম্মেল হক কামাল, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, আমান উল্লাহ আমান ও মাওলানা মোরশেদ আলম।

অনুষ্ঠানে এজেন্সির মালিকরা পবিত্র মিনা-আরাফাত ও মুজদালেফায় হাজিদের সর্বোত্তম সেবা, মানসম্মত খাবার, পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা এবং সেবাদাতা কর্মী সংখ্যা বাড়ানোর কথা বলেন। মিনা-আরাফাতে হাজিদের প্রাপ্য যানবাহন সুবিধা নিশ্চিত করতে এবং হাজিদের কষ্ট ও দুর্ভোগ লাঘবে সর্বাত্মক ভূমিকা রাখার কথা বলেন।

সভাপতির বক্তব্যে হাফেজ জিয়াউর রহমান বলেন, ২০২৪ সনের হজে হাজিদের সঠিকভাবে সার্ভিস দিতে পারিনি। ২০২৫ সনের হজে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। আগামী হজে (২০২৬) হাজিদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো- ইনশাআল্লাহ।

তিনি রুট টু-মক্কা ইনেশিয়েটিভের আওতায় হাজিদের ল্যাগেজ সার্ভিসে যথাযথ সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে লাগেজে নাম-ঠিকানা লেখা ও তথ্য যথাসময়ে কর্তৃপক্ষের কাছে প্রেরণের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় শতাধিক হজ এজেন্সির মালিক, এজেন্সি প্রতিনিধি, সাংবাদিক ও হজ কর্মকর্তা উপস্থিত ছিলেন।