শনিবার ২৫ অক্টোবর ২০২৫, কার্তিক ১০ ১৪৩২, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

রাজনীতি

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন

 প্রকাশিত: ০৯:৫৭, ২৫ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন

নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ী আংশিক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় জয়াগ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে বক্তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, দেশের জনগণ চায় একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ। তিনি বলেন, “যে কোনো নির্বাচনের আগে সমান সুযোগের নিশ্চয়তা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং জনগণের ভোটাধিকারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করতে হলে প্রার্থীদের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায়, জনগণ একতরফা নির্বাচনের প্রতি আস্থা রাখবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের পরিচালক মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসন সচিব মাওলানা মো. আক্তার হোসেন।

স্বাগত বক্তব্য দেন সোনাইমুড়ী পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন।

বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল কাইয়ুম, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, সোনাইমুড়ী উপজেলা আমীর হানিফ মোল্লা, ঢাকা চকবাজার থানা আমীর আবুল হোসেন রাজন, এডভোকেট শাহজালাল, ঢাকাস্থ সোনাইমুড়ী ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম ও ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বাকের, চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, ঢাকাস্থ সোনাইমুড়ী ফোরামের সহসভাপতি হারুনুর রশিদ, সোনাইমুড়ী পৌর ফোরামের সমন্বয়ক জহিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।