বিশ্ববাজারে সোনার দামে বড় পতন!
এবার বিশ্ববাজারে সোনার দামে বড় পতন! কত কমলো সোনার দাম?
রেকর্ড উচ্চতায় ওঠার পর বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় পতন ঘটেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে নিয়ে নতুন মন্তব্য এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দাম কমেছে ২ শতাংশেরও বেশি।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার দুপুরে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২.৬ শতাংশ কমে দাঁড়ায় ৪,২১১.৪৮ ডলারে। এর আগের সেশনে দাম উঠেছিল ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৭৮.৬৯ ডলারে। বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বর্ণ ৪,৩০০ ডলার সীমা অতিক্রম করেছিল। তবুও সপ্তাহ জুড়ে এর মোট বৃদ্ধি প্রায় ৪.৮ শতাংশ।
শুক্রবার ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি শিগগিরই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এই ঘোষণায় যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে।বিশ্লেষক তাইওয়াং বলেন, “ট্রাম্পের আগের ঘোষণার তুলনায় এবার তাঁর সুর অনেক নরম, যা বাজারের উত্তেজনা কমাতে সাহায্য করেছে।”
অন্যদিকে রুপার দাম ৫.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৫১.২০ ডলারে। যদিও এর আগেই এটি রেকর্ড ৫৪.৪ ডলারে উঠেছিল। সপ্তাহ শেষে রুপার সামগ্রিক বৃদ্ধি দাঁড়িয়েছে ২ শতাংশে।
প্লাটিনামের দাম কমেছে ৬.১ শতাংশে, দাঁড়িয়েছে ১,৬০৭.৮৫ ডলারে। আর প্যালাডিয়ামের পতন হয়েছে ৭.৯ শতাংশ, প্রতি আউন্সে দাম নেমে এসেছে ১,৪৮৫.৫০ ডলারে।