শনিবার ২৫ অক্টোবর ২০২৫, কার্তিক ৯ ১৪৩২, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

পর্যটন

দর্শনার্থীদের বরণে প্রস্তুত কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর

 প্রকাশিত: ১৮:৩২, ২৪ অক্টোবর ২০২৫

দর্শনার্থীদের বরণে প্রস্তুত কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর

কুমিল্লা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) বাংলাদেশের প্রাচীন সভ্যতার অমূল্য নিদর্শনগুলোর মধ্যে কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর অন্যতম। লালমাই-ময়নামতি পাহাড়ি অঞ্চলের কোলে, সবুজে মোড়ানো প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে থাকা এই বিহার শুধু প্রত্নতাত্ত্বিক স্থাপনা নয়— এটি দেশের প্রাচীন বৌদ্ধ সভ্যতা, স্থাপত্যশৈলী ও সংস্কৃতির জীবন্ত সাক্ষ্য।

আসন্ন শীতকালীন পর্যটন মৌসুমকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুত হয়েছে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর এলাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এ দুই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে সাজানো হয়েছে ফুলের বাগান, উন্নত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। ট্যুরিস্ট পুলিশ ও আনসার সদস্যরা পর্যটকদের নিরাপত্তায় দিনরাত কাজ করছে।

জেলা সদর উপজেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত শালবন বৌদ্ধ বিহারটি ধারণা করা হয় খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন। প্রায় ৩৭ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ এবং চারপাশের দেয়ালের পুরু প্রায় পাঁচ মিটার। কেন্দ্রে অবস্থিত মূল মন্দিরটি ঘিরে রয়েছে ১১৫টি কক্ষ, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বিদ্যা ও ধর্মচর্চায় নিমগ্ন থাকতেন। প্রতিটি কক্ষে তিনটি করে কুলুঙ্গি ছিল, যেখানে রাখা হতো দেবমূর্তি, প্রদীপ ও ধর্মীয় সামগ্রী।

প্রত্নতাত্ত্বিক খননে এখানে পাওয়া গেছে আটটি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়া মাটির ফলক, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি—যা প্রমাণ করে এ অঞ্চলে একসময় সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতার বিকাশ ঘটেছিল। 

বিহারের নামকরণ হয়েছে এখানকার শাল-গজারির ঘন বন থেকে, যার অবশিষ্ট কিছু এখনো টিকে আছে।

বিহারের পাশেই অবস্থিত ময়নামতি জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে লালমাই-ময়নামতির বিভিন্ন প্রত্নস্থল থেকে উদ্ধার করা অসংখ্য পুরাকীর্তি, মূর্তি, টেরাকোটা ফলক ও মুদ্রা। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ জাদুঘর বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য ও প্রাচীন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেশ-বিদেশের গবেষক ও পর্যটকদের আকর্ষণ করে আসছে।

জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকা এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 

শীতকাল এলেই এখানে নেমে আসে দর্শনার্থীদের ঢল দেশি-বিদেশি পর্যটক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর দল, পরিবার ও বন্ধুদের পিকনিক পার্টিতে মুখর থাকে পুরো এলাকা।

নরসিংদী থেকে কুমিল্লা বার্ডে প্রশিক্ষণে এসে ঘুরতে আসা দিলীপ রড়ুয়া বলেন, এখানকার ইতিহাস সমৃদ্ধ নিদর্শনগুলো আমাদের মন ছুঁয়ে যায়। প্রাচীন বৌদ্ধ সভ্যতা ও স্থাপত্যশৈলী দেখে মনে হয় যেন জীবন্ত ইতিহাসের ভেতরে হেঁটে চলেছি।

মুন্সিগঞ্জ থেকে আগত প্রকৌশলী তানভীর আহম্মেদ বলেন, শালবন বিহার ঘুরে আমরা মুগ্ধ। এখানকার ফুলের সৌন্দর্য ও পরিবেশ চমৎকার। তবে আশেপাশে উন্নতমানের হোটেল ও বিশ্রামাগার থাকলে পর্যটকদের আরও সুবিধা হতো।

লাভ ফর বাংলাদেশ টুরিজমের সভাপতি মীর মো. মফিজুল ইসলাম বলেন, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। শীতকালীন পর্যটন মৌসুমকে ঘিরে এখানে পর্যটকদের আগমন বাড়ছে, যা দেশের অভ্যন্তরীণ পর্যটন খাতকে সমৃদ্ধ করছে। স্থানীয় অর্থনীতি, হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রও এতে প্রসারিত হচ্ছে। তবে পর্যটন অবকাঠামো ও আবাসন সুবিধা আরও উন্নত করা গেলে কুমিল্লা জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল হয়ে উঠবে।

জাদুঘর ও বিহারের কাস্টেডিয়ান মো. শাহীন আলম বলেন, প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে আসেন। শীত মৌসুমে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। নিরাপত্তা, সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি পুরো বিহার এলাকা ফুলের বাগানে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়াচ্ছে।

জাদুঘর ও বিহার প্রাঙ্গণে এখন নানা প্রজাতির ফুলে সাজানো বাগান দর্শনার্থীদের দৃষ্টি কারছে। দেশের বিভিন্ন স্থান থেকে আনা ফুলের চারা রোপণ করে পুরো এলাকা পরিণত হয়েছে রঙিন স্বর্গরাজ্যে।

তিনি আরও জানান, প্রতি বছর শালবন বিহার ও ময়নামতি জাদুঘর থেকে মোটা অঙ্কের রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়। দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে রাজস্বও ক্রমাগত বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখ টাকায়।

ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সমন্বয় শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর শুধু কুমিল্লার নয়, পুরো বাংলাদেশের ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে নবজাগরণে মুখরিত এই ঐতিহাসিক স্থান জেগে উঠছে নতুন উদ্দীপনায়।