রাঙ্গামাটিতে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা
রাঙ্গামাটি, ২৪ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শুক্রবার দুপুরে রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযানকালে ৩টি রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, শুক্রবার রাঙ্গামাটি শহরের ৩টি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশ, পচা-বাসি খাবার পরিবেশন সহ বিভিন্ন অনিয়মের দায়ে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অন্নপুর্ণা রেস্তোরাকে ছয়হাজার টাকা, আয়োজন রেস্তোরাকে আটহাজার টাকা এবং গাউছুল আজম আল সালাম হোটেলকে সাতহাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।