শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেওয়া হবে: র‌্যাব সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে

রাজনীতি

বর্তমান ধর্মভিত্তিক রাজনীতির সাথে প্রকৃত ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই : টুকু

 প্রকাশিত: ১৯:২২, ১ নভেম্বর ২০২৫

বর্তমান ধর্মভিত্তিক রাজনীতির সাথে প্রকৃত ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই : টুকু

সিরাজগঞ্জ, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে ধর্মভিত্তিক রাজনীতির নামে যা হচ্ছে তার সাথে প্রকৃত ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই। ইসলাম হচ্ছে বিশ্বময় দাওয়াতী ধর্ম। 

আজ শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা বাজার জামে মসজিদে জুমার নামাজের খুৎবার আগে সমবেত ধর্মপ্রাণ মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।  

ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, ভোটের কথা বলে এবং বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের অপপ্রচার থেকে মা-বোনদের সতর্ক রাখতে টুকু সকলের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, ‘আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন পরীক্ষায় ফেলে ঈমান যাচাই করেন এবং গুনাহ মাফ করেন। আল্লাহ তা’য়ালা আমাকে ভালোবাসেন বলে পরীক্ষা করেছেন। স্বৈরাচারী হাসিনা আমাকে মিথ্যা মামলায় ৯ বছরের সাজা দিয়েছিল। তার দেয়া ফরমায়েশি সাজা আমি মানি নাই। দেশ বিদেশে পালিয়ে থেকে মানসিক ও শারীরিক কষ্টভোগ করেছি। পরিবার পরিজন নিয়ে ত্যাগ স্বীকার করেছি, মাথানত করি নাই। আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও আস্থা ছিলো বলেই আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। কাদামাটির গন্ধে নাড়ীর টানে মানুষের কাছে আবার ফিরে এসেছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট রফিক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক টি.এ. হামিদ তানহা, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী সরকার, ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল সরকার, জেলা যুবদলের সাধারণ সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।