শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে
সময়ের প্রবাহে নাজমুল হোসেন শান্তর অভিমানের মেঘ গলাতে পেরেছে বিসিবি। চার মাস আগে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়া ব্যাটসম্যান রাজি হয়েছেন দায়িত্ব চালিয়ে যেতে। নতুন কোনো অধিনায়ক তাই বেছে নিতে হচ্ছে না বোর্ডকে।
বিসিবি শনিবার সন্ধ্যায় বিবৃতিতে জানায়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্রে বাংলাদেশের অধিনায়ক থাকবেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানই।
২০২৩ সালের ডিসেম্বরে সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট নেতৃত্বে অভিষেক হয় শান্ত। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে সেঞ্চুরি উপহার দেন তিনি, দারুণ জয়ের দেখা পায় দল।
গত বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণেই তাকে নিয়মিত অধিনায়ক ঘোষণা করা হয়। পরে বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা হারান। গত জুনে শ্রীলঙ্কা সফরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় বিতর্কিত প্রক্রিয়ায়।
শ্রীলঙ্কাতেই টেস্ট সিরিজ শেষে গত ২৮ জুন টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়া ঘোষণা দেন শান্ত। আনুষ্ঠানিক কারণটি তিনি না বললেও মোটামুটি প্রতিষ্ঠিতই ছিল, ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত।
এরপর লম্বা সময় বাংলাদেশের টেস্ট ম্যাচ ছিল না বলে অধিনায়কত্ব নিয়ে মাথা ঘামাতে হয়নি বিসিবিকে। এখন সামনেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। অধিনায়ক তাই চূড়ান্ত করতেই হতো।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কদিন আগে বলেছিলেন, টেস্ট অধিনায়কত্ব নিয়ে তিন-চারজনের সঙ্গে কথা বলবেন তারা। সম্ভাব্য তালিকায় শান্ত ছাড়াও ছিলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত শান্তকেই নেতৃত্বে রয়ে যেতে রাজি করাতে পেরেছে বোর্ড।
বোর্ড সভাপতি আমিনুল বললেন, শান্তর নেতৃত্বে টেস্ট দলের উন্নতি অনুভব করতে পেরেই তারা ধারাবাহিকতা রক্ষা করতে চাইছেন।
"টেস্ট ক্রিকেটের স্থিরতা, নিবেদন ও গভীর বোধের ছাপ রাখতে পেরেছে শান্ত। তার নেতৃত্বে আমরা দলের বেড়ে ওঠা ও বিশ্বাস দেখেছি। বোর্ডের মনে হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এগিয়ে যাওয়ার পথে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।"
শান্তর নেতৃত্বে ১৪ টেস্টে বাংলাদেশের জয় ৪টি, হার ৯টি, ড্র ১টি। এর মধ্যে সবচেয়ে বড় অর্জন, গত বছর পাকিস্তান সফরে তাদেরকে হোয়াইটওয়াশ করা।
তার নেতৃত্বের সেই অধ্যায় থমকে যাওয়ার মুখে থাকলেও শেষ পর্যন্ত সেই ধারা চলবে আপাতত। যেটির পরবর্তী ধাপ ১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে।