শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, মাঘ ১০ ১৪৩২, ০৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ওয়াশিংটনকে ইরানের হুঁশিয়ারি, আলোচনার আভাস ট্রাম্পের আগাম নির্বাচনের লক্ষ্যে সংসদ ভাঙছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ কেবল বিএনপি পালায় না: তারেক রহমান ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ লাগবে না তো: নাহিদ চাঁদা নেব না, নিতেও দেব না: শফিকুর রহমান ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে: তারেক রহমান ভারতে যাবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও বদল নেই সিদ্ধান্তে নির্বাচন ঘিরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি ‘মানবতাবিরোধী অপরাধ’: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন, ‘সম্ভবত তাই’ উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট করা হয়েছে: তারেক রহমান নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম রিমান্ড শেষে কারাগারে আবেদ আলী নির্বাচনে প্রার্থীদের ঋণের বোঝা ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা ইয়েমেনে সরকারপন্থী বহরে হামলা, নিহত ৫ ভোটে ৫১ দল: ধানের শীষের ২৮৮ প্রার্থী, দাঁড়িপাল্লার ২২৪ যুক্তরাষ্ট্র ‘বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির’ মধ্য দিয়ে যাচ্ছে: ট্রাম্প

ইসলাম

নবী অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির আহ্বান করেন ড. মিজানুর রহমান

 প্রকাশিত: ২১:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

নবী অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির আহ্বান করেন ড. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের লালাপাড়া মোড় সংলগ্ন আমবাগানে শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিশাল তাফসির মাহফিলে বক্তৃতা দেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বয়ানে তিনি নবী ও ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বাংলাদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়নের আহ্বান করেন।

ড. আজহারী বলেন, “সম্প্রতি ইসলামপ্রিয় জনতাকে উত্তেজিত করতে নবীকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর নামে অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে, যা আমাদের পক্ষে মুখে তোলা সম্ভব নয়। শান্তিপ্রিয় মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

তিনি আরও বলেন, “যারা আল্লাহ ও তাঁর রাসুলকে নিয়ে কটু কথা বলে, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব হবে না। আমরা শান্তি চাই, কিন্তু নবী অবমাননা মেনে নেব না।”

তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

এছাড়া প্রথম অধিবেশনে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।

তাফসির মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী আসন্ন পবিত্র রমজান মাসের করণীয় ও বর্জনীয় বিষয়েও আলোচনা করেন।

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকেই মাঠে হাজারো মুসল্লি উপস্থিত হন। রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে যোগ দেন। পাশের দেশ ভারত থেকেও অনেকে অংশ নেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহর বিকেল ৩টায় ড. আজহারী বয়ান শুরু করেন। জনসমাগম এতটাই বিশাল ছিল যে, মূল মাঠ ছাড়াও পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠে ব্যবস্থাপনা করা হয়।