মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, চৈত্র ১১ ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

ব্রেকিং

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রসচিব সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন রাজশাহী ডিবির পাঁচ সদস্য বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম: ইউনূস জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন পরিবারের সঙ্গে ১৫ লাখ রিটার্নের ১০ লাখই শূন্য: এনবিআর চেয়ারম্যান সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ তামিমের হার্টে ব্লক, পরানো হলো রিং প্রথমবারের মত সমুদ্রপথে ফেরি চলাচল শুরু ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ ৯ দিন ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলি হামলায় ‘গাজার নতুন প্রধানমন্ত্রী’ হাসপাতালে নিহত গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে ‘আমি শহীদ হতে যাই’: মাকে ফোনে বলেছিলেন শহীদ শাকিল

ইসলাম

ইজতেমার শেষ কর্মসূচি চলছে, আখেরি মোনাজাত দুপুরে

 প্রকাশিত: ১১:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ইজতেমার শেষ কর্মসূচি চলছে, আখেরি মোনাজাত দুপুরে

টঙ্গীর তুরাগ তীরে দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার দুপুরে অনুষ্ঠিত হবে। এদিন ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের ইজতেমার শেষ দিনের কর্মসূচি।

বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মোরসালিন। তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

রোববার বেলা ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, “রোববার সকাল সাড়ে ৯টায় ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন। যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর ১২টার মধ্যেই আখেরি মোনাজাত শুরু হবে।”

আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। তিনি হলেন, ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে।

এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরইমধ্যে টঙ্গীর ইজতেমার ময়দানে লোকজন আসতে শুরু করেছেন। তবে ঢাকা-ময়মমসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করছে।

এর আগে শনিবার গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমতো চলছে। এ অবস্থাটা আমরা আখেরি মোনাজাতের দিন পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে সচল রাখতে চাই, রাস্তা যানজট মুক্ত রাখতে চাই, রাস্তাগুলো খালি রাখতে চাই।

“রাস্তায় কোনো মানুষ বসবে না, দাঁড়াবে না। মোনাজাতের দিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে।”

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ইজতেমার (সাদপন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।