সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩০ ১৪৩২, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকার কিশোর পর্যটক সুন্দরবনে সমুদ্রে ডুবে নিখোঁজ!

 প্রকাশিত: ২০:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার কিশোর পর্যটক সুন্দরবনে সমুদ্রে ডুবে নিখোঁজ!

সুন্দরবনের ডিমের চরে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক

 

পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমের চরে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ মাহিত আব্দুল্লাহ রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, ঢাকার মোহাম্মদপুর থেকে আসা ৭৫ জন পর্যটকবাহী জাহাজ ‘এমভি দি এক্সপ্লোরার’ শনিবার সকালে কচিখালীতে নোঙর করে। এরপর পর্যটকেরা নৌকায় করে ডিমের চরের সী-বিচে ঘুরতে যান। এসময় মাহিত তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সমুদ্রে গোসল করতে গিয়ে হঠাৎ স্রোতে তলিয়ে যান।

 

জাহাজের স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিকভাবে সমুদ্রে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

 

ট্যুর অপারেটরস অব সুন্দরবন অ্যাসোসিয়েশন (টোয়াস)-এর সেক্রেটারি নাজমুল আযম ডেভিট জানান, শুক্রবার সন্ধ্যায় ‘এমভি দি এক্সপ্লোরার’ ঢাকা থেকে ছেড়ে আসে এবং রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামানোর কথা ছিল। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলা থেকে কোস্টগার্ডকে সহায়তার অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে কোস্টগার্ড ডিমের চরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

 

পূর্ব সুন্দরবন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে বনরক্ষীরা স্পিডবোট নিয়ে অভিযান চালাচ্ছেন এবং কোস্টগার্ডও এ তল্লাশিতে

যোগ দিয়েছে।