সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩১ ১৪৩২, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

পটুয়াখালীতে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

 প্রকাশিত: ১৬:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীতে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

পটুয়াখালী, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১ টার দিকে বাউফল উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসব চেক বিতরণ করা হয়।

উপজেলার রাজাপুর দাখিল মাদরাসার মেধাবী এবং সুবিধাবঞ্চিত ২০ শিক্ষার্থীর মাঝে জন প্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের পক্ষ থেকে এ টাকা দিতে পেরে আমরা আনন্দিত। তোমরা এ টাকা পেয়ে নিজেদের মেধা আরো প্রসারিত করবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাপুর দাখিল মাদরাসার সুপার মো. আজহারউউদ্দীন, একাডেমিক সুপারভাইজার মো. নূরনবীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।