সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩১ ১৪৩২, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রাজবাড়ীতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা

 প্রকাশিত: ১৬:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা

রাজবাড়ী, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় এনজিও বিষয়ক কর্মকর্তারা তাদের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

এর মধ্যে এনজিও পরিচালিত দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নদী ভাঙন প্রতিরোধ, বৃক্ষরোপণ কার্যক্রম, প্রাথমিক শিক্ষা, স্যানিটেশন, সুপেয় পানি সরবরাহ, সংক্রমিত রোগ প্রতিরোধ এবং পৌর সভার ৬ ওয়ার্ডের পয়ঃনিষ্কাশন বিষয়ে আলোচনা।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলায় যে সব এনজিও কাজ করছে সেগুলো নাম, কাজের ধরন, সফলতা ও ব্যর্থতা বিষয়ে আমাদের জানাতে হবে। এ ফোরামে তাদের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হবে।  

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, এনজিও ফেডারেশনের জেলা সভাপতি মো. লুৎফর রহমান, সেক্রেটারি মতিউর রহমান। এ সময় জেলার প্রায় ৫৫টি এনজিও সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।