নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ডোনাল্ড ট্রাম্প

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের ‘নিন্দা ও মানহানির মামলা’ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি সোমবার সামাজিক গণমাধ্যমে এ কথা বলেছেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
মামলাটি ফ্লোরিডায় আনা হচ্ছে— উল্লেখ করে তিনি তার সামাজিক গণমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘নিউইয়র্ক টাইমসকে অনেক দিন ধরেই অবাধে মিথ্যা বলার, অপবাদ দেওয়ার ও আমাকে অপমান করার অনুমতি দেওয়া হয়েছে এবং এখনই তা বন্ধ হয়ে যাবে!’