শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৮ ১৪৩২, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য

 আপডেট: ২২:২১, ১১ সেপ্টেম্বর ২০২৫

পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : পৃথিবীতে ক্রমবর্ধমান হারে প্লাস্টিক দূষণ বেড়ে চলেছে। প্রতিদিন প্রকৃতির নানা অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানা পদক্ষেপ, কর্মসূচি এবং পরিকল্পনা থাকলেও পরিবেশকে রক্ষা করতে এখনো কার্যকর সমাধান যথেষ্ট প্রয়োগ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবেশ রক্ষায় দূষিত প্লাস্টিক ব্যবহারের বিকল্প গ্রহণ করা এখন একমাত্র উপায়।

 

বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ এবং দূষণ প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদ্যাপনের সময় পরিবেশ সচেতনতার বার্তা বিশেষভাবে প্রচার করা হয়েছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হিসেবে ‘এন্ডিং প্লাস্টিক পলিউশন’ বা বাংলায় ‘প্লাস্টিক দূষণ আর নয়’ নির্ধারণ করেছে। বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ছিল, ‘বিট প্লাস্টিক পলিউশন’ বাংলায় হলো ‘প্লাস্টিক দূষণ বন্ধ করার এখনি সময়’।